অভিযানে ২৫৪৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২ লাখ ২০ হাজার টাকা
বিলাল হুসাইন:ঢাকা, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫:
পরিবেশ অধিদপ্তর গতকাল ভোলা ও নড়াইল জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের অপরাধে ২টি মামলায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোট ২৫৪৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
এ সময় বাজার, সুপারশপ ও দোকান মালিকসহ সাধারণ জনগণকে সতর্ক করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়।
এছাড়া গতকাল চুয়াডাঙ্গা ও রাজবাড়ীতে শব্দদূষণ বিরোধী অভিযান চালানো হয়। ৩টি মোবাইল কোর্টের অভিযানে ৮টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ১৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। কিছু যানবাহনের চালককে সতর্কবার্তা দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলবে।