আগামীকাল ২৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১টায় বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে অনুষ্ঠেয় “উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি” শীর্ষক ওয়েবিনারে অংশগ্রহণের আমন্ত্রণ
সম্মানিত সুধী,
শুভেচ্ছা নিবেন। বিশ্ব হার্ট দিবস ২০২৫ উপলক্ষ্যে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর এর সহযোগিতায় আগামীকাল ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার সকাল ১১টায় “উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি” শীর্ষক ওয়েবিনার আয়োজন করেছে।
বাংলাদেশে হৃদরোগ ঝুঁকি ও হৃদরোগজনিত মৃত্যু ক্রমবর্ধমান হারে বাড়ছে। প্রতিবছর প্রায় ২ লাখ ৮৩ হাজার মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। উল্লেখ্য, বাংলাদেশে হৃদরোগের অন্যতম কারণ উচ্চ রক্তচাপ এবং প্রতি ৪ জনে ১ জন প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত।
বিদ্যমান পরিস্থিতি এবং আমাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করতে ওয়েবিনারে উপস্থিত থাকবেন অধ্যাপক ডা. আব্দুল্লাহ শাফি মজুমদার, সাবেক পরিচালক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল; ডা. গীতা রানী দেবী, প্রোগ্রাম ম্যানেজার, কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি); ডা. আবু জামিল ফয়সাল, প্রেসিডেন্ট-ইলেক্ট, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, বিভাগীয় প্রধান, ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ; মুহাম্মদ রূহুল কুদ্দুস, বাংলাদেশ কান্ট্রি লিড, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই); অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক, ডিন, প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদ ও চেয়ারম্যান, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা, ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথ; এবং এবিএম জুবায়ের, নির্বাহী পরিচালক, প্রজ্ঞা।
ওয়েবিনারে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিচের জুম লিংক এ সকাল ১১টায় প্রবেশ করার জন্য অনুরোধ করছি।
ওয়েবিনারের জুম লিংক: https://us06web.zoom.us/j/86455249420?pwd=cUb2fGDtzcwfhbZWrJkDz32CSVBC07.1
আইডি: 864 5524 9420
পাসওয়ার্ড: 447549
বি.দ্র: ওয়েবিনারটি www.facebook.com/hearthealthalertbd পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
বিনীত,
সাদিয়া গালিবা প্রভা
কোঅর্ডিনেটর, প্রজ্ঞা
মোবাইল: ০১৭৯৭৪৪১৪৩৬ (হোয়াটসআপ)
টেলিফোন – ৪৮০৩৩১১৯
ইমেইল – progga.cvd@gmail.com