নিজস্ব প্রতিবেদক: কয়লা সংকট কাটিয়ে ২০ দিন পর আজ থেকে শুরু হচ্ছে পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। আজ (রবিবার) সকালে এ বিদ্যুৎ কেন্দ্রটির বয়লার স্টার্টাট আপ করা হয়। তাই সকাল থেকে চুল্লি থেকে বের হচ্ছে ধোয়া। বিকাল চারটায় টারবাইনে কয়লা ভরা শেষ হবে। তখন (৬৬০ মেগাওয়াটের) দইটি ইউনিটের একটিতে ইউনিটে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব।