আন্তর্জাতিকমানের সাইকিয়াট্রিক ইনস্টিটিউট গড়ে উঠবে পাবনায়- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:ঢাকা, ১ অগ্রহায়ণ (১৬ নভেম্বর):
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশের মানসিক স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার হিসেবে পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিকমানের আধুনিক সাইকিয়াট্রিক ইনস্টিটিউটে রূপান্তরের পরিকল্পনা অনুমোদন করেছে সরকার ।
আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) আয়োজিত 12th International Conference on Psychiatry এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথে জায়গার সংকট থাকায় সাইকিয়াট্রি শিক্ষা, গবেষণা ও সেবার সম্প্রসারণে দীর্ঘদিন ধরে সমস্যা দেখা দিচ্ছে। পাবনার অবকাঠামো ও উন্নত যোগাযোগব্যবস্থা কাজে লাগিয়ে একটি আন্তর্জাতিকমানের নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, সাইকিয়াট্রি বিষয়ে প্রতিশ্রুতিশীল গবেষকদের পুরস্কৃত করা হলে ভবিষ্যতে তারা আরো উৎসাহিত হবে এবং এ খাতে দেশের জন্য উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব হবে।
উপদেষ্টা অংশগ্রহণকারীদের প্রতি পেশাগত মনোভাব বজায় রেখে ঐক্যবদ্ধভাবে সাইকিয়াট্রি চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।







