মো: সজীব খান,শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের উপরগাও আশ্রয়ন প্রকল্পে ধুমধাম করে হচ্ছে বিয়ের অনুষ্ঠান।অনুষ্ঠানে দাওয়াত পেয়ে হাজির শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র ।
দিন মজুর ফজলুল হক মোল্লা গৃহ-ভূমিহীন অসহায় হয়ে ছেলে ও দুই মেয়েকে নিয়ে বাজারে বাজারে ঘুরে বেড়াতেন। তার জীবনের কোন দিশে ছিল না। তিনি শরীয়তপুর সদর উপজেলা তুলাসার ইউনিয়ন এর উপুর গায়ের আশ্রয়নে ঘর ও দুইশতক জমির মালিক এখন ।
এরই মধ্যে বড় মেয়েকে দিয়েছেন বিয়ে। গত ১৪ তারিখ রোজ মঙ্গলবার তিনি তার ছোট মেয়ে রাহিমা আক্তার এর বিয়ের ব্যবস্থা করেন। তিনি বিয়েতে দাওয়াত দিলেন শরীয়তপুর সদর (ইউএনও) কে।
দিন মজুর ফজলুল হক মোল্লা ইউএনও কে দাওয়াত দিয়েছেন ঠিকই কিন্তু ভাবতেও পরেননি তার মেয়ের বিয়েতে কখনও (ইউএনও) আসবেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ উপস্থিত হয়ে ঠিকই দাওয়াত স্বীকার করেন। নতুন দম্পতিকে দোয়া আশীর্বাদ করেন। আশ্রয়ন বাসীর বিয়েতে ইউএনও উপস্থিত হওয়ায় তাদের মধ্যে আত্মবিশ্বাস আরো বেড়েছে ও খুশিতে আত্মহারা হয়েছেন বলে জানান মেয়ের বাবা ফজলুল হক মোল্লা ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উপহার পেয়েছেন বলেই আজ তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তারা এখন সমাজের আর দশজন মানুষের মত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করছেন। ঘরের ছাদে ডিস লাইন হাস মুরগী কবুতর পালন করছেন। তারা যেন পুরাদস্তুর গৃহস্থের জীবন যাপন করছেন।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন করেন আশ্রয়নের মানুষ দাওয়াত দিয়েছে না এসে পারলাম না কারন তাদের দিন বদলে যাচ্ছে এটা দেখতেই ভালো লাগছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানানো হয়েছে, উপজেলা প্রশাসনে সবসময় তাদের পাশে থাকবে ।