
একটি বাজপাখি ঈগল-Hawk eagle এর দায়িত্ব নিলেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি,অধ্যাপক ডা:মো:আনোয়ারুল হক।
নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সামনে গাড়ি দিয়ে যাওয়ার সময় ডা: মো: অধ্যাপক আনোয়ারুল হক এবং উনার সহধর্মিণী ডা:লুৎফা হক এর সামনে হঠাৎ করে একটি ঈগল পাখি কারেন্ট শক খেয়ে মাটিতে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নেমে ঈগল পাখিটি হাতে নিয়ে ক্ষত দেখে দ্রুত চিকিৎসা করার নির্দেশ দেন। নির্দেশক্রমে আবু আব্বাছ কলেজ শাখার ছাত্রদলের সভাপতি জুবায়ের হোসেন জিসান এর হেফাজতে রেখে নেত্রকোনা সদর উপজেলার পশু হাসপাতালে পাখিটি নিয়ে গেলে ভেটেরিনারি সার্জন ডা:সাদ আল সাদিক প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন এবং ১৫ দিন পাখিটিকে বিশ্রামে রাখার পরামর্শ দেন।
জানতে চাইলে অধ্যাপক ডা:মো:আনোয়ারুল হক মহোদয় বলেন মানুষের চিকিৎসা সেবা এবং নিরাপত্তার পাশাপাশি পশুপাখিদের ও সেই অধিকার রয়েছে, তারই অংশ হিসেবে আমরা পাখিটির সার্বিক দায়িত্ব নিয়েছি এবং পাখিটির নিরাপত্তার কথা চিন্তা করে প্রাথমিক চিকিৎসা শেষে সরকারি বন বিভাগের হাতে তুলে দিয়েছি। সার্বিক পর্যবেক্ষণসহ পরিপূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত পাখিটির খোঁজখবর রাখব।
অধ্যাপক ডা:আনোয়ারুল হক মহোদয় আরও বলেন আপনারা জানেন যে, বিএনপি ক্ষমতায় এলে পশুপাখির নিরাপত্তায় সময়োপযোগী আইন করবে: বলে বলেছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।







