নিজস্ব প্রতিনিধি:
বাঁশখালী ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত মরহুম আহমদ মিয়া চৌধুরী মেমোরিয়াল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ৩য় খেলায় বাঁশখালী ক্রিকেট একাডেমি লিজেন্ড ৯ উইকেটে জয়ী।
১০ মার্চ দুপুর ১২ ঘটিকার সময় বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন,বাঁশখালী ক্রিকেট একাডেমি লিজেন্ড
বনাম লোহাগড়া ক্রিকেট একাডেমি।
বাঁশখালী ক্রিকেট একাডেমি টসে জিতে লোহাগড়া ক্রিকেট একাডেমিকে ব্যাটিং করতে আমন্ত্রণ জানায়। সিদ্ধান্ত।ব্যাট করতে নামলে বাঁশখালী ক্রিকেট একাডেমি লিজেন্ড টিমের বোলার এনামের হ্যাট্রিকসহ ৫ উইকেট এবং জিতু
ও তুহিনের নিয়ন্ত্রিত বলে ১২.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ৫৬ রান করতে সক্ষম হয় লোহাগড়া। দলের পক্ষে একমাত্র শুভর ২৮ রান ছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছাতে পারেনি।দলের পক্ষে শুভ ২৮, হাসান ৪ রানে অপরাজিত ছিলেন।
বাঁশখালী ক্রিকেট একাডেমি লিজেন্ডের হয়ে এনাম ৫ টি,তুহিন ২টি এবং জিতু ১ টি কটে উইকেট লাভ করেন।জবাবে বাঁশখালী ক্রিকেট একাডেমি লিজেন্ড ৫৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৮.৪ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের
বন্দরে পৌঁছে।বাঁশখালী ক্রিকেট একাডেমি লিজেন্ডের হয়ে পিয়াল ১৭* ও রায়ান ১১*রানে অপরাজিত ছিলেন।৪ ওভারে ৫ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৫ উইকেট সংগ্রহ করাই ম্যার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বাঁশখালী ক্রিকেট
একাডেমির লিজেন্ড টিমের খেলোয়াড় এনামুল হক হারুন।।তার হাতে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন চট্রগ্রাম দক্ষিন বন বিভাগ,শহর
রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা তানভীর খলিল চৌধুরী রকি।এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও কোচ মোহাম্মদ এরশাদ প্রমূখ।