নিজস্ব প্রতিনিধ
বাঁশখালী ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত মরহুম আহমদ মিয়া চৌধুরী মেমোরিয়াল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ খেলায় ব্রাইট ক্রিকেট একাডেমি ৩২রানে জয়ী।১৮ মার্চ দুপুর ১২.৩০ ঘটিকার সময় বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ব্রাইট ক্রিকেট একাডেমি বনাম বাঁশখালী ইয়ং টাইগার্স। ব্রাইট ক্রিকেট একাডেমি টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেই।ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করেন।
দলের হয়ে ইমরান ২৩ রান,অভি ২২ রান,রাগিব ১৪ রান,আলভী ১১ রান করে। বোলিংবাঁশখালী ইয়াং টাইগার্সের হয়ে আরিফ,ফাহিম,তামিম, ইসমাইল ২ উইকেট এবং সিফাত ১ টি করে উইকেট লাভ করে।জবাবে বাঁশখালী ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি ১৩০ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৯৭ রান করতে সক্ষম হয়।
দলের হয়ে শাপিন ১৮ রান ইসমাইল ১৪ রান সিফাত ১৩ রান করেন।বোলিং ব্রাইট ক্রিকেট একাডেমির হয়ে আলামিন,সজিব ৩ টি রাজু ও সাজেদ ২ টি করে উইকেট লাভ করে।ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ব্রাইট ক্রিকেট একাডেমির খেলোয়াড় আলামিন। আলামিনের হাতে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন চাম্বল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইকবাল।এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও কোচ মোহাম্মদ এরশাদ প্রমূখ।