আজ ইউরোপীয় পার্লামেন্টের আমন্ত্রণে ফ্রান্স যাচ্ছেন চৌদ্দগ্রামের লিমন
মোঃ খোরশেদ আলম, সত্যকন্ঠ;বিশেষ সংবাদদাতা:
বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে ইউরোপীয় পার্লামেন্টের (ইইউ) আমন্ত্রণে ফ্রান্স যাচ্ছেন চৌদ্দগ্রামের কৃতিসন্তান মো. আনোয়ার হোসেন মোল্লা লিমন। চলতি মাসের ৯ এবং ১০ তারিখে ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত ইউরোপীয় পার্লামেন্টে ওয়ার্ল্ড ইয়ুথ লিডারদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার ইয়ুথ লিডার এই সম্মেলনে যোগ দিবেন।
এই সম্মেলনের মূল লক্ষ্য গণতন্ত্র বিকাশে বিশ্বের ইয়ুথ লিডারদের করণীয় এবং ইউরোপীয় কাউন্সিলে ইয়ুথ লিডারদের সম্পৃক্ততা বৃদ্ধি করা।
লিমন টুগেদার ফর ডেমোক্রেসি, দ্যা রোল এন্ড ইম্প্যাক্ট অব ইয়ুথ, বিল্ড দ্যা আইডিয়াল সোসাইটি, পলিটিক্স ফর ইয়ুথ, ডিকাভার ডেমোক্রেসি ফর এ্যকশান, ইয়ুথ ম্যাটারস এবং গ্রিনিং দ্যা ইয়ুথ সেক্টরসহ মোট ১১টি আলাদা সেশনে অংশ গ্রহন করবেন।
সমাপনী দিনে বিশ্বের ইয়ুথ লিডারদের করণীয় এবং ইউরোপীয় ইয়ুথ কাউন্সিলের (ইওয়াইসি) কার্যকারিতা নিয়ে পার্লামেন্টে বক্তব্য রাখবেন। ২০২০ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল পিচ সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা লিমন ২০২২ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং বর্তমানে তিনি যুক্তরাজ্যের একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ইমিগ্রেশন অফিসার হিসেবে কর্মরত আছেন।
আনোয়ার হোসেন লিমন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর গ্রামের মরহুম ডা. আব্দুল গফুর মোল্লার কনিষ্ট সন্তান এবং বাংলাদেশের সামাজিক সংগঠন চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।