ইবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি
ইবি প্রতিনিধি:কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার ও আওয়ামী ফ্যাসিস্টদের শিক্ষক নিয়োগ বোর্ড থেকে অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ভেতরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সংগঠনের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, “সাজিদ হত্যার পরও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই, কিন্তু প্রশাসন বরং ফ্যাসিস্টদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এই অবস্থা চলতে থাকলে ছাত্রদল আন্দোলনের মাধ্যমে তার জবাব দেবে।”
অবস্থান কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “সাজিদ হত্যার পর ৮০ দিন পেরিয়ে গেলেও প্রশাসন এখনো হত্যাকারীদের গ্রেপ্তারে কোনো অগ্রগতি দেখাতে পারেনি। হত্যার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হলেও তদন্তের ফলাফল নিয়ে প্রশাসন কোনো সুস্পষ্ট তথ্য প্রকাশ করছে না।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী ১০ দিনের সময় দিচ্ছি। ১৭ অক্টোবরের মধ্যে তদন্তে অগ্রগতি না দেখালে আমরা বাধ্য হয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করব।”
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসকরা আরাম-আয়েশে সময় কাটাচ্ছেন, অথচ ক্যাম্পাসে ফ্যাসিস্টদের দৌরাত্ম্য বাড়ছে। শিক্ষক নিয়োগ বোর্ডেও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবেক উপাচার্য রাশিদ আসকারী, যিনি অতীতে নানা রাজনৈতিক বিতর্কে জড়িত ছিলেন, তাকেও নিয়োগ বোর্ডে রাখা হয়েছে। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।”