ইয়ুথ ফর এনডিসির পক্ষ থেকে পরিবেশ উপদেষ্টার নিকট “এনডিসি ৩.০ ফর সিওপি৩০ – স্টেকহোল্ডার রিকমেন্ডেশনস” হস্তান্তর:
যুব প্রজন্ম জলবায়ু সংকট মোকাবিলায় অন্যদের তুলনায় বেশি অবদান রাখতে পারে – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়বে বর্তমান তরুণ প্রজন্মের ওপর। ভবিষ্যৎ সুরক্ষায় মূল্যবোধ, সততা ও দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা গড়ে তোলা জরুরি। তিনি বলেন, যুব প্রজন্ম আমার প্রজন্মের তুলনায় এই সংকটের মোকাবিলায় আরও বেশি অবদান রাখতে পারবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পানি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ইয়ুথ ফর এনডিসি ও তাদের অংশীদাররা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নিকট “এনডিসি ৩.০ ফর সিওপি৩০ – স্টেকহোল্ডার রিকমেন্ডেশনস” শীর্ষক প্রস্তাবনাপত্র হস্তান্তর করে। আসন্ন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (সিওপি৩০)-এর আগে বাংলাদেশ সরকারের হালনাগাদ জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) জমাদানের প্রক্রিয়ায় এ প্রস্তাবনা সহায়ক হবে।
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, সরকার প্রায়ই নিজস্ব নীতি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। তাই সমাজ থেকে আসা উদ্যোগগুলো নতুন মূল্যবোধ তৈরি ও তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। “সমাজে মূল্যবোধ রাতারাতি তৈরি হয় না, ধীরে ধীরে বিকশিত হয়,” মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ ফর এনডিসির প্রতিষ্ঠাতা আমানুল্লাহ পরাগ; ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশনের ফার্স্ট কাউন্সেলর ও টিম লিডার (গ্রিন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট) এডউইন কোককক; জার্মান দূতাবাসের কাউন্সেলর ও প্রধান (ডেভেলপমেন্ট কো-অপারেশন) উলরিখ ক্লেপম্যান; এবং সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ডেপুটি হেড (ডেভেলপমেন্ট কো-অপারেশন) নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম। এছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
প্রস্তাবনাপত্রে এনার্জি, কৃষি, বন ও নগরায়ণ—এই চারটি খাতভিত্তিক আলোচনার মাধ্যমে প্রণীত ১৪টি কার্যকরী সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে।