কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীর
রিপন মারমা রাঙ্গামাটি :
রাঙ্গামাটি কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে অংসুইহ্লা মারমা (১৭) নামের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার চিৎমরম ইউনিয়ন সীতা পাহাড় এলাকায় বড় একটি কলা বাগানে এ ঘটনা ঘটে। নিহতঅংসুইহ্লা মারমা সীতা পাহাড় এলাকায় মংপুলু মারমা ছেলে। তিনি বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রের জানা যায়,বিকেলে এলাকার পাশে একটি কলা বাগানে গরু চড়াতে গিয়ে সে বন্যহাতির আক্রমনের শিকার হয়।চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর শুনেছি, ঘটনাস্থলে পুলিশ গেছে। সুরতহাল গ্রহণ করার পর বিস্তারিত জানা যাবে।








