কাপ্তাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তি সমাবেশ আনুষ্ঠিত
রিপন মারমা রাঙ্গামাটি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এ খুশিতে রাঙ্গামাটি কাপ্তাইয়ে বৃহস্পতিবার (৮ আগস্ট)উপজেলা চত্বর শহিদ মিনারে থেকে জড়ো হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলভী রহমান, তানভীর হোসেন শ্রাবণ, মোঃ সালাউদ্দিন এর নেতৃত্বে শ’শ ছাত্র-জনতা বিজয় উল্লাস করেছেন।সেই সাথে বিজয় উল্লাস করে কাপ্তাই উপজেলা বিএনপি নেতৃবৃন্দ পক্ষ থেকে শুকুরআনা নামাজ পড়ে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় শিশু থেকে শুরু করে বৃদ্ধ, নারী থেকে কিশোরী সব বয়সীকে উল্লাস করতে দেখা যায়।
কারও হাতে জাতীয় পতাকা, কারও কপালে বাঁধা, কেউ উড়াচ্ছেন আবির, লাগিয়ে দিচ্ছেন একে-অপরকে৷ কেউ কেউ দীর্ঘদিনের ক্ষোভ ঝেড়ে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও তার দলের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন৷ নারী-পুরুষ নির্বিশেষে এই বিজয় উল্লাসে অংশ নেন৷
এসময় কর্ণফুলী কলেজ ও নৌবাহিনী কলেজ অধ্যয়নরত ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা শান্তি সমাবেশে কাপ্তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়করা কাপ্তাইতে কোন রকম বিশৃঙ্খলাসৃষ্টি না হয় করতে পারে সেজন্যে সকলের কাছে আহবান জানান।