কুয়াকাটায় আগামীকাল অনুষ্ঠিত হবে ২য় রোলার স্পীড স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা ২০২৩
আনোয়ার হোসেন আনু, নিজস্ব প্রতিবেদক; শত্যকন্ঠ:
পটুয়াখালীর কুয়াকাটায় আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে ‘বিসিপিসিএল ২য় রোলার স্পীড স্কেটিং ম্যারাথন” প্রতিযোগিতা ২০২৩। এ ম্যারাথনের আয়োজনকে ঘীরে কুয়াকাটা ও পায়রা বন্দরসহ পটুয়াখালী জেলার সর্বত্র উৎসাহ উদ্দীপনার কমতি নেই।
সমুদ্র উপকুলীয় এলাকায় প্রথমবারের মত ম্যারাথন প্রতিযোগিতা দেখতে এখানকার মানুষ মুখিয়ে রয়েছেন। আগামীকাল শুক্রবার (২৬ মে) বিকেল ৪টায় ম্যারাথন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সংযোগ
স্থাপনকারী সিক্সলেন সড়কে। উদ্বোধন করবেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক এএনএম বশির ঊল্লাহ। এ ব্যাপারে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুয়াকাটা ট্যুরিজম পার্কের হলরুমে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান জানিয়েছেন, ফেডারেশনের সদস্যভূক্ত ৫৩ নারীসহ ২’শ জন প্রতিযোগী অংশ নিবেন। এছাড়া কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১’শ জন শিক্ষার্থী এ
প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার (২৬ ও ২৭ মে) দু’দিন ব্যাপী ম্যারাথন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
সংবাদ সম্মেলনে আরও জানান, কুয়াকাটা সমুদ্র সৈকতকে একটি পরিচ্ছন্ন সৈকত হিসেবে উপহার দিতে ২৭ মে সকালে বীচ
ক্লিনিং ক্যাম্পেইন’র আয়োজন করা হয়েছে। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান এর সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, বিসিপিসিএল ২য় রোলার স্পীড স্কেটিং ম্যারাথন
প্রতিযোগিতা-২০২৩ এর সদস্য সচিব আশরাফুল আলম মাসুম, বিসিপিসিএল’র ফ্যাসিলিটিজ অফিসার মোঃ শহীদ উল্যাহ ভূইয়া, টেকনিক্যাল কমিটির চীফ আসিফ ইকবাল, সদস্য নওসিক হোসেন প্রমুখ।