কুয়াকাটায় নানা বাড়ি বেড়াতে গিয়ে সমুদ্রে কিশোর নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নাবিল (১৬) নামের এক কিশোর নিখোজ হয়েছে। শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে সৈকতের চর গঙ্গামতি এলাকায় এ ঘটনা ঘটে। নিখোজ নাবিল কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। সে এবার ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, সকালে নাবিল চাপলী গ্রামের তার নানা বাড়ি থেকে দুই মামাতো ভাইয়ের সঙ্গে চর গঙ্গামতি সৈকতে ঘুরতে যায়। পরে তারা তিনজনই সৈকতে গোসলে নামে। এসময় নাবিল সাঁতার না জানায় সে শ্রোতের তোরে সাগরে ভেসে যায়। এখন পর্যন্ত নাবিলের কোন খোঁজ মেলেনি।
স্থানীয় জেলে এবং কলাপাড়া ফায়ার সার্ভিস তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। ###