নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে কুয়াকাটা টুরিস্ট পুলিশ ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোটেল নীলাঞ্জনার হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ মাহফুজ আলম’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আনসার উদ্দিন। প্রধান আলোচক ছিলেন কুয়াকাটা পৌর বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ মুসল্লি।
বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, পৌর বিএনপি সহ-সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম রাসেল, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ রিয়াজ খান, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নেতারা বলেন, আমাদের কুয়াকাটা এটি রক্ষণাবেক্ষণ করা সকলের দায়িত্ব। বিগত দিনে যা হয়েছে তা যেন আর না হয়। আমাদের বিএনপির নেতৃত্বে সকল দুর্নীতি,অনিয়ম, অন্যায় মুছে দিয়ে সুন্দর একটি পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চাই। এতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
নেতারা আরো বলেন, যদি কোন ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিচয় দিয়ে অনৈতিক কোন সুবিধা হাসিল করতে চায়, সেখানেই তাকে প্রতিহত করতে হবে এবং দলের ভাবমূর্তি নষ্ট হবে এমন কোন কার্যকলাপে কেউ যুক্ত হলে সাথে সাথে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোঃ আনসার উদ্দিন সমাপনী বক্তব্যে বলেন, আমরা কুয়াকাটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। কুয়াকাটা আপনাদের এখানে অনেকেরই ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার মূলে রয়েছে পর্যটক। তাই পর্যটকদের আস্থা, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার বিকল্প নেই। আমরা সকলে একযোগে কাজ করতে চাই এবং সকলের সহযোগিতার বিকল্প নেই।