মোঃ জাহাঙ্গীর হোসেন,কালীগঞ্জ (ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের কৃষক সামাউলের গরুর ঘর (গোয়ালে) আগুন লেগে ৫ টি গরু দগ্ধ হয়।তার ভিতরে ৩টি পুড়ে ভস্মীভূত হয়ে মারা গেছে।
এ আগুনের ঘটনা প্রাথমিক ভাবে গরুর মালিক ধারনা করছে বিদ্যুৎ এর শর্ট- সার্কিট থেকে গোয়াল ঘরে আগুন লাগে।এই আগুনে গোয়ালে থাকা বড় ৩ টি গরু পুড়ে ছাই হয়ে মৃত্যু হয়েছে।
এ আগুনের ঘটনায় পিন্টু নামের এক যুবক জানান, মঙ্গলবার রাত ১ টার দিকে বালিয়াডাঙা গ্রামের মৃত মোজাম্মেল মণ্ডলের ছেলে সামাউল মন্ডলের বাড়িতে তার পোষা গরু রাখা গোয়ালে আগুন দাউ-দাউ করে জ্বলছে এবং চোখের সামনে গরুগুলো পুড়ে যেতে দেখেছি।
পুড়ে মারা যাওয়া ৩টি গরুর মূল্য আনুমানিক ৫ লাখ টাকা। তিনি আরো বলেন গভির রাতে গরুর মালিক সামাউল মন্ডলের ভাইপো খাইরুল ইসলাম নামেক এক যুবক গোয়াল ঘরে আগুন জ্বলছে প্রথমে দেখতে পায়।
এই সময় তিনি চিৎকার দিয়ে আগুন লাগা গোয়াল ঘরে ভিতর ডুকে গরু গুলো আগুন থেকে পুড়া থেকে রক্ষা করারর জন্য গরু বেন্দে রাখা লাইলোনের দড়ি কাটতে যায়। এসময় খাইরুল ইসলাম ও আগুনে পুড়ে আহত হয়।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ আগুনের ঘটনার ব্যাপারে গরুর মালিক সামাউল ইসলাম জানান রাত ১০টার দিকে তার গরুর খাবার দিয়ে সে ঘুমিয়ে পড়ে।
গভীর রাতে তার ভাইপো খাইরুল ইসলাম গোয়ালে আগুন জ্বলছে প্রথমে দেখতে পায়।পরে তার ডাক চৎকারে আমাদের ঘুম ভেঙ্গে যায়।তারপর উঠে দেখি আমার পোষা গরু রাখা গোয়াল ঘরে দাওদাও করে আগুন জ্বলছে।পরে আমরা গোয়ালের আগুন নেভানোর চেষ্টা করি।
পরে আগুন একটু কম হলে গোয়াল ঘরের ভিতর গিয়ে দেখি আমার ৫টি গরু পুড়ে গেছে,তার ভিতর ৩ টি বড় গরু পুড়ে ছাই হয়ে মারা গেছে। তার পোষা গরু গুলো ছিল সম্বল।গরু আগুনে পুড়ে মারা যাওয়ার কারণে সামাউল মন্ডল সহ তার পরিবারের সদস্যরা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত ও শোকাহত হয়ে পড়েছে।