
স্টাফ রিপোর্টার, সৈকত মন্ডল:
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের (কয়রা) অভিযানে গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো মোঃ জুয়েল সরদার (৩৩) ও মোঃ মশিআর রহমান (৪৮)। উভয়ই যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বাসিন্দা।
রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ আনুমানিক ২টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রা
খুলনা জেলার কয়রা থানাধীন দক্ষিণ বেদকাশীর মাটিয়া ভাংগা এলাকায় একটি বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।







