আব্দুল মুনতাকিন জুয়েল,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা সদর উপজেলা কমিটির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় সিপিবি জেলা কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কমিটির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মিহির ঘোষ,
জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এ্যাড মুরাদ জামান রব্বানী, জেলা কমিটির সাবেক সভাপতি এ্যাড শাহাদাত হোসেন লাকু, জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন, সদর উপজেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুর রশিদ প্রমুখ। সঞ্চালনা করেন সদর উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক সুপ্রিয়া দেব ও সহ- সাধারণ সম্পাদক গুলবদন সরকার।
জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এ্যাড মুরাদ জামান রব্বানী, জেলা কমিটির সাবেক সভাপতি এ্যাড শাহাদাত হোসেন লাকু, জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন, সদর উপজেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুর রশিদ প্রমুখ। সঞ্চালনা করেন সদর উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক সুপ্রিয়া দেব ও সহ- সাধারণ সম্পাদক গুলবদন সরকার।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষ আকাংকা করেছিল একটি বৈষম্যমুক্ত দেশের। দুর্নীতি লুটপাট চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের আকাংখা করেছিল কিন্তু তার কোনটাই পায়নি দেশের মানুষ। একদিকে দেশের সম্পদ বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার চক্রান্ত করছে সরকার। অন্যদিকে স্বাধীনতা বিরুধী সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন দেশের স্বাধীনতা সারভৌমত্ব হুমকির মধ্যে ফেলেছে। নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র হচ্ছে। তারা সকল ষড়যন্ত্র, অপশক্তিকে মোকাবিলা করে সকল বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পরে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়।







