এম, এম,সাইফুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের চরভ্রাসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। তীব্র শীতে ছিন্নমূল অসহায় মানুষের পাশে দাড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা।
তিনি হাজী ডাঙ্গী ও বালিয়া ডাঙ্গী গ্রামে মধ্য রাতে শীতার্তদের শীত নিবারনের জন্য রাস্তার পাশের বসতিদের বাড়ি বাড়ি ঘুরে ৫০টি পরিবারকে ৫০পিচ শীতবস্ত্র কম্বল তুলেদেন। এ কম্বল বিতরণ অব্যাহ্নত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা। এর আগে তিনি এলাকার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেছেন।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ কৃত এ সব কম্বল বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প অফিসার মাহমুদুল হক টিটু, উন্নয়ন প্রকল্প অফিসার মঞ্জুর সামাদ ও উপ-সহকারী প্রকোশৌলী সাগর আহম্মেদ।
এর আগে উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে তুলেদেন ১৫৬০পিচ কম্বল ও উপজেলার দুই জন ভাইস চেয়ারম্যানের হাতে তুলেদেন ৫৫পিচ কম্বল।