চুকনগরে দুই সন্তানের জননী রুপা খাতুনের রহস্যজনক মৃত্যু
শেখ হাসিবুর রহমান চুকনগর ডুমুরিয়া প্রতিনিধি:
খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগর মালতিয়া গ্রামের প্রবাসী খায়রুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী রূপা খাতুন (২৭)নামের এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। তবে এঘটনায় এলাকায় নানা গুঞ্জন সৃস্টি হচ্ছে।
গত শনিবার ২৯ এপ্রিল সন্ধ্যায় যশোর সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায় নিহত ব্যক্তির বোন লিমা খাতুন ও মা রনজিদা বেগম বলেন,গত শুক্রবার প্রতিবেশী সিরাজ
গাজীর ছেলে শাহিনুর গাজী (৩০) ও কবির ফকির (৩৫) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দফা হামলা চালিয়ে মারপিটসহ খুন করতে উদ্যাক্ত হয়। এক পর্যায়ে ভিকটিম সন্ধ্যার চুকনগর বাজার করতে বাসা থেকে বের হবার পরে সে আর ফিরে আসেনি।
তাদের দাবী রুপা খাতুন বাজার করে বাসায় ফেরার পথে তাকে জোর পূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায় শাহিনুর গাজী সহ তার লোকজন এসময় রুপা খাতুনের মুখে বিষ ঢেলে দিয়েছে বলে অভিযোগ করেন তার মা ও বোন।
অপহরণ করার পরে মৃত্যু নিশ্চিত জেনে কেশবপুর উপজেলার মজিদপুর এলাকায় ফেলে রেখে যায় তারা, গত শুক্রবার ২৮ এপ্রিল রাতে অচেতন অবস্থায় তাকে কেশবপুর উপজেলাধীন মজিদপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন।
এসময় তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার জন্য, কিন্তু অবস্থা অবনতি হলে ওই রাতে হাসপাতাল কর্তৃপক্ষ যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।
অবশেষে গৃহবধূ গত শনিবার সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু করেন। এবিষয়ে অভিযুক্ত শাহিনুর রহমান জানান,তারা এঘটনার কোন কিছুই জানেন না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকান্ড কোন প্রশ্নই আসে না।
পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি পূর্বক লাশের ময়নাতদন্ত সমপন্ন করেছেন যশোর সদর হাসপাতালের ফরেন্সিক বিভাগ। তবে অপহরণের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের প্রস্তুতি চলছিল বলে ভুক্তভোগী পরিবার সুত্রটি জানায়।