শিপন হাওলাদার জেলা প্রতিনিধি শরিয়তপুর :
শুক্রবার (২৩-ডিসেম্বর) সকাল ১১’টায় জাজিরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন, জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের ১১৬ ভূমিহীন পরিবার।
সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, ১৯৯৫ সাল থেকে শুরু করে ২০০৫ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমিহীন পরিবারের মধ্যে জমি বন্দবস্ত দেয়। তখন পূর্ব নাওডোবা ইউনিয়নের চর ভাওর মৌজায় ১১৬ ভূমিহীন পরিবারের মাঝে ১ একর করে সর্বমোট ১১৬ একর জমি বন্দবস্ত দেয়া হয়।
তবে পূর্ব নাওডোবা ইউনিয়নের রাজ্জাক মাঝি, উজ্জ্বল মাঝি, গোলাম মাঝি, সোরহাব মাঝি সহ মাঝি পরিবারের সদস্যরা জোরপূর্বক সেই জমি দখল নেয়। পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝি পরিবার প্রভাবশালী হওয়ায় সেই জমি ভোগ দখল করতে পারছেন না অসহায় ভূমিহীন ১১৬ পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে অসহায় ভূমিহীন পরিবারের সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রী সহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।