জাতীয় সংসদ নির্বাচনে সম্প্রীতি স্থাপন ও সহিংসতা বন্ধে “আচরন বিধি”স্বাক্ষর করেছে আওয়ামী লীগ , বিএনপি,জাতীয়পার্টিসহ প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা
সৈকত মন্ডল, স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল গুলো সহিংসতা করবেনা বরং সম্প্রীতি স্থাপনে “আচরন বিধি” স্বাক্ষর করেছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা। আচরন বিধি স্বাক্ষর অনুষ্ঠানে সম্প্রীতি স্থাপন ও সহিংসতার বিরুদ্ধে স্ব স্ব দলের অবস্থান নিশ্চিত করার অঙ্গিকার করেন উপস্থিত নেতারা। সেচ্ছাসেবি সংগঠন দি হাঙ্গার প্রোজেক্টের উদ্যেগে শনিবার দুপুরে হাঙ্গার প্রজেক্টের জেলা অফিসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সংবাদ কর্মীদের নিয়ে এই সভা অনুষ্টিত হয়। রাজনৈতিক নেতা-কর্মীদের প্লাটফরম নামের প্রকল্পের সভাপতি এসকে হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ও নারী নেত্রী মিস মিনা প্রিয়া, বিএনপির পক্ষে, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, জেলা কৃষক দলের সভাপতি আসাফুদ্দৌলা, পৌর সাধারন সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েল, মহিলা দলের জেলা সভাপতি সাহিদা আক্তার, সাধারন সম্পাদক নার্গিস আক্তার ইভা, জেলা জাসাসের সভাপতি মো: কামরুজ্জামান। জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদ হাজরা শহিদুল ইসলাম বাবলু, সুশীল সমাজের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শেখ মহব্বত আলী, প্রেসক্লাবের সহসভাপতি ইসরাত জাহান স্বাক্ষর করেন। সভা পরিচালনা করেন সু কমল মন্ডল ও মোস্তাহিদুল ইসলাম। উপস্থিত রাজনৈতিক নেতারা বলেন বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। আগামী সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল গুলোর মধ্যে সম্প্রীতি বজারাখতে উপস্থিত নেতারা এক যোগে কাজ করবেন। সেই সাথে সহিংসনা না বলবেন বলে আচরন বিধিতে স্বাক্ষর করেন।