জামালপুরকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন নবাগত জেলা প্রশাসক হাছিনা বেগম
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি।
জামালপুরে নবাগত জেলা প্রশাসক হাছিনা বেগমের সাথে মত বিনিময় করেছেন জেলার কর্তব্যরত সাংবাদিকরা।
১৫ সেপ্টেম্বর রবিবার বিকেলে জেলা প্রশাসক মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ১২ সেপ্টেম্বর তিনি জামালপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি ২৫ তম বিসিএস এ কর্মকতা হিসাবে ক্যাডার প্রাপ্ত হন।
নবাগতা জেলা প্রশাসক হাছিনা বেগম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। বর্তমানে ক্ষমতাসীন অন্তবর্তী কালীন সরকার দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জামালপুর কে দুর্নীতিমুক্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি বলেন, আমাদের কাজের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তার মাঝে আমাদের কাজ করতে হয়। জেলাকে দুর্নীতিমুক্ত করনে সকলকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি। এ সময় জেলার বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে, তিনি জেলাকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করার জন্য, সকল প্রশ্নের উত্তর দিয়ে, তাদের সহযোগিতা কামনা করেন। এবং পাশাপাশি সকল উন্নয়নমূলক ও গঠনমূলক কাজে, পাশে থাকতে বলেন।
মত বিনিময় সভাটি পরিচালনা করেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শীতেষ চন্দ্র সরকার।
এ সময় বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাবেক জামালপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম সিদ্দিকী , জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম এ জলিল, সভাপতি এডভোকেট ইউসুফ আলী, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিটু,জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহি মাকাম, জামালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান ,নিউজ ২৪ এর সাংবাদিক তানভীর আজাদ মামুন, দীপ্ত টেলিভিশন এর সাংবাদিক তানভীর আহমেদ হীরা, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, চ্যানেল এস টিভির সাংবাদিক মোঃ শামীম হোসেন, এনটিভির সাংবাদিক আসমাউল আসিফ আকন্দ,দেশ টেলিভিশন এর সাংবাদিক মেহেদী হাসান।
এসময় জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।