জামালপুরে পূর্ব শত্রুতার জেরে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নে শ্রীরামপুর ব্যাপারী বাড়ি মধ্যপাড়ায় জমি নিয়ে পূর্বশত্রুতার জেড়ে সোবাহান ব্যাপারির ছেলে নূর ইসলাম ও মন্টু মিয়া দুই ভাইয়ের বাড়ীঘরে হামলা ও আগুন দিয়ে পুরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশি লাঞ্জু ও মানিক মিয়াদের বিরুদ্ধে । শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশী হুমায়ুন কবির এর ছেলে লাঞ্জু ও মৃত হেলাল উদ্দিনের ছেলে মানিক মিয়াদের সাথে দীর্ঘদিন ধরে সমস্যা চলে আসছি। এর আগেও একাধিক বার নানা ভাবে ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে তারা। সম্প্রতি আমাদের বাড়ি ঘর থেকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছিল।
এর সূত্রধরে শুক্রবার রাতে লাঞ্জু, মানিক, তোফাজ্জল, মিম ও তাদের দলবল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে এসে দুটি বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এই আগুনে দুটি বসত ঘর ও ঘরে থাকা সমস্ত জিনিসপত্র পুরে ছাই হয়ে যায়। এতে প্রায় আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগীরা আরও জানান, এখন তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই ঘটনা সঠিক বিচার দাবি করেন তারা।