জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি।
জামালপুরে জমির মালিকানা নিয়ে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর পদক্ষিণ শেষে ফৌজদারী মোড়ে স্থায়ী ক্যাম্পাস চত্বরে গিয়ে শেষ হয়।
পরে ঘন্ট্যাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী আমিনুল এহসান, ফারিয়া নাজনীন শাওন, জুবাইদুল ইসলাম জোসেফ ও শিহাব তালুকদার।
শিক্ষার্থীদের অভিযোগ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির জন্য শহরের ফৌজদারী মোড়ে নাওভাঙ্গা চরে পরিত্যক্ত সাড়ে ১৬ একর জমি ৯৯ বছরের জন্য লিজ ও প্রায় ৯ একর জমি ক্রয় করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ চলছে। কিন্তু স্থানীয় একটি কুচক্রী মহল বিশেষ মহলের প্ররোচনায় এই জমি নিয়ে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচার বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে শিক্ষার্থীরা।
পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর পদক্ষিণ শেষে ফৌজদারী মোড়ে স্থায়ী ক্যাম্পাস চত্বরে গিয়ে শেষ হয়।
পরে ঘন্ট্যাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী আমিনুল এহসান, ফারিয়া নাজনীন শাওন, জুবাইদুল ইসলাম জোসেফ ও শিহাব তালুকদার।
শিক্ষার্থীদের অভিযোগ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির জন্য শহরের ফৌজদারী মোড়ে নাওভাঙ্গা চরে পরিত্যক্ত সাড়ে ১৬ একর জমি ৯৯ বছরের জন্য লিজ ও প্রায় ৯ একর জমি ক্রয় করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ চলছে। কিন্তু স্থানীয় একটি কুচক্রী মহল বিশেষ মহলের প্ররোচনায় এই জমি নিয়ে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচার বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে শিক্ষার্থীরা।
পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।