জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে লুন্ঠিত মালামাল সহ এক দস্যু গ্রেফতার
সুমন পাল, নরসিংদীঃ
নরসিংদীর মাধবদী থানাধীন পাঁচদোনা হতে দস্যুতা কাজে ব্যবহৃত ১টি নোহা মাইক্রোবাস ও নগদ ২০ হাজার টাকাসহ ১ জন দস্যু গেস্খফতার করতে সক্ষম হয়েছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। আজ দুপুরে মাধবদী থানায় এক প্রেস ব্রিফিং এ নরসিংদীর
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অণির্বান চেšধুরী জানান, গত ৬ এপ্রিল সকাল ১০টার দিকে গ্রামীন ফোনের সেলস এক্সিকিউটিব মোঃ ইসহাক ভূইয়া (৩০) পাঁচদোনা এলাকা হইতে গ্রামীন ফোনের ফেক্সিলোড এমবি-কার্ড, সিম-কার্ড, মিনিট-কার্ড বিক্রি করিয়া ১২টার দিকে পাঁচদোনা টু ঘোড়াশালগামী
রোডের নলুয়া এলাকায় মোবারক স্টোর এর সামনে পৌছালে পূর্ব থেকে উৎপেতে থাকা একটি সিলভার রংয়ের নোহা মাইক্রোবাস হইতে অজ্ঞাতনামা ৩/৪ জন লোক জোড়পূর্বক ইসহাক ভূঁইয়াকে দস্যুদের গাড়ীতে উঠিয়ে নিয়ে মারপিট করে তার সাথে থাকা নগদ ৪,৫০,০০০/- টাকা ও ব্যবহৃত
মোবাইল ছিনিয়ে নেয়। পরবর্তীতে তাহাকে গাজীপুর জেলাধীন কালিগঞ্জ এলাকায় বঙ্গবন্ধু রাজার নামক স্থানে নামিয়ে দেয়। ইসহাক ভূইয়ার অভিযোগের ভিত্তিতে নরসিংদী জেলার গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করিয়া আন্তঃ জেলা দস্যু বগুড়া জেলার প্রাণনাথপুর গ্রামের মৃত
আব্দুস সামাদ এর ছেলে আমিরুল ইসলাম(৪০) কে গ্রেফতার ও দস্যুতা কাজে ব্যবহৃত ১টি নোহা মাইক্রো বাস ও লুণ্ঠিত ২০ হাজার টাকা উদ্ধার করে। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) সামসুল আরেফীন, সদও সার্কেল সোহাগ আহামেদ, জেলা গোয়েন্দা শাখার ওসি আবুল বাশার, মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামান প্রমুখ।