জিয়াউর রহমান, স্টাফ রিপোর্টার
ঝিনাইদহে মসজিদের খতিব, ইমাম,মোয়াজ্জিন ও খাদেমদের সাথে নব-নির্বাচিত মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোবার দুপুরে জাহেদী ফাউন্ডেশনের আয়োজনে শহরের গিলাবাড়ীয়া আয়েশা কনভেনশন সেন্টার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ঝিনাইদহ পৌরসভার নব নির্বাচিত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জেলা ইমাম পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক ইসমাইল হোসেনসহ আলেম-ওলামারা বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় পৌর এলাকার ১৬৭টি মসজিদের ৬৬৮জন খতিব, ইমাম,মোয়াজ্জিন ও খাদেমগন উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দেশ ও জাতির কল্যানে আলেম-ওলামাদের যথেষ্ট ভুমিকা রয়েছে। তাই আগামীতে তাদের আরো দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। পরে আলেম-ওলামাদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।