পীরগঞ্জ প্রতিনিধি :
পীরগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের মাঝামাঝি এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঢাকা-ঠাকুরগাঁও রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এঘটনায় ট্রাক চালক সোহেল রানাসহ অন্তত ২ আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে ঢাকার উদ্দেশ্যে ঠাকুরগাঁও রোড রেল স্টেশন ত্যাগ করে পঞ্চগড় এক্সপ্রেস। শিবগঞ্জ রেল স্টেশন পেরিয়ে আমতলী স্থানে এসে একটি খালি ট্রাক অরক্ষিত রেল রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের সাথে ধাক্কা লাগে।এতে ট্রাক চালক সোহেল রানা গুরুতর আহত হন। এসময় ট্রেন থেকে দ্রুত নামার সময় আরো একজন আহত হয়েছে। উদ্ধার কাজ হয়ে ৩ ঘন্টা পর ট্রেনচলাচল স্বাভাবিক হয়েছে।
এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ট্রাক চালককে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করে।
স্থানীয়রা বলছেন, রেল ক্রসিং অরক্ষিত থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। অবিলম্বে অরক্ষিত রেল ক্রসিং এ গেটম্যান দেওয়ার দাবি এলাকাবাসীর।