ডুমুরিয়ায় নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শেখ হাসিবুর রহমান বাবু চুকনগর ডুমুরিয়া প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সাথে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় অধিকার এখানে,এখনই প্রকল্পের উদ্যোগে ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় জেন্ডার বৈচিত্র জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তি,কিশোর-কিশোরীদের দৈহিক সু-স্বাস্হ্য এবং মানুষিক বিকাশ নির্ভর করে বয়স উপযোগী যৌন ও প্রজনন স্বাস্হ্য ও নাগরিক অধিকার প্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাকের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান বলেন,তরুণেরা ঐক্যবদ্ধ হয় নিজেদের অধিকার সম্পর্কে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধি করবে, জনমত গড়ে তুলবে, আইন ও নীতিমালায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে এবং সুশীল সমাজের প্রচেষ্টাকে শক্তিশালী করতে এই প্রকল্প ভূমিকা রাখছে।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, অধিকার এখানে, এখনই প্রকল্প বাস্তবায়িত হলে কিশোর কিশোরী ও তরুণ জনগোষ্ঠী লিঙ্গ বৈচিত্র নির্বিশেষে নিজেদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে চাহিদা ও অধিকারের কথা বলতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সমাজের লিঙ্গ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্রিয় ভূমিকা রাখতে পারবে।