তাজিমুল ইসলাম সোহেল, ডুমুরিয়া (খুলনা )প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নের মেছাঘোনা গ্রামের এক অসহায় কৃষকের বিছালীর ঘর রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সরেজমিন তথ্য সুত্রে জানা যায়, খর্ণিয়ার মেছাঘোনা গ্রামের বাসিন্দা মোঃ হাসান শেখ( ৩৫), পিতাঃ- মৃতঃ আনার আলী, রাতের বেলা নৈশ ডিউটি শেষ করে ১৩ ই ফেব্রুয়ারী রাত আনুমানিক ১ টায় ডুমুরিয়া ব্রাক অফিসের নিকটে আসলে তার বাড়িতে আগুন জ্বলতে দেখতে পান তার সাথে থাকা একজন প্রতিবেশি লোক ,তিনি( হাসান) কে বলেন বাড়িতে আগুন জ্বলছে, হাসান
শেখ দ্রুত ঘটনাস্থল তার বাড়িতে গিয়ে দেখেন তার ঘুমানোর ঘরের পাশে থাকা বিছালী ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে প্রথমে তার সাথে থাকা নৈশ ডিউটির স্থানীয় প্রতিবেশীদের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন পরবর্তীতে হাসান শেখ ডুমুরিয়া ফায়ার সার্ভিস কে খবর দেন অতিদ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
ভুক্তভুগী হাসান শেখ প্রতিবেদককে বলেন, জমি জায়গা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে তার বিছালীর ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। হাসান শেখ আরোও বলেন, তার বিছালী ঘরে আগুন জ্বালিয়ে দেওয়ায় হাজার হাজার টাকার বিছালী পুড়ে ছাঁই হয়ে গেছে এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমার বিছালীর ঘরের পাশের থাকার ঘরে আমার স্ত্রী সহ আমার দুটো ছোট শিশু বাচ্ছা ঘুমিয়ে ছিলো, যদি আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়তো তাহলে আমার স্ত্রী, সন্তানও আগুনে পুড়ে যেতো।
হাসান শেখ এর নিকট প্রতিবেদক জানতে চাইলে, তিনি প্রতিবেদককে বলেন, এ বিষয়ে কোন আইনগত ব্যবস্থা নিয়েছে কিনা তিনি ( হাসান শেখ) বলেন,এখনোও কোন আইনানুগ ব্যবস্থা নেয়নী তবে আমি আইনের শরনাপন্ন হবো।