তেতুলিয়া গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আহসান হাবিব, তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে বর্বর পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা স্মরণে বাংলাদেশ সরকার ২০১৭ সাল থেকে জাতীয়ভাবে গণহত্যা দিবস পালন করে আসছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও পৃথক কর্মসূচি হাতে নিয়েছে।
তারই ধারাবাহিকতায় তেতুলিয়া উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শনিবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৫ মার্চের সেই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা সভাপতিতে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু।
কাজী মতিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী সহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার জাহাঙ্গীর আলম তেতুলিয়া মডেল থানার এস আই কিবরিয়া সহ সকল দপ্তরের কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ