দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের উদ্যোগ নিলেন পটুয়াখালীর মেয়র মহিউদ্দিন
পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালী পৌর এলাকার স্থায়ী বাসিন্দা অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থী সন্তানদের সহায়তায় দরিদ্র শিক্ষার্থী মেধাবৃত্তি প্রদানের পরিচালনা ও বাছাই কমিটির কর্ম-পরিকল্পনা নির্ধারনী সভা অনুষ্ঠিত।
মপতিত্বে ও প্রধান সমন্বয়কারী সাবেক কাউন্সিলর খন্দকার ফরহাদ জামান বাদলের পরিচালনায় এই প্রথম পৌর এলাঙ্গলবার বেলা ১১টায় পৌর কনফারেন্স কক্ষে দরিদ্র শিক্ষার্থী মেধাবৃত্তি’র প্রধান পৃষ্ঠপোষক মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভাকার স্থায়ী বাসিন্দা অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থী সন্তানদের সহায়তায় দরিদ্র শিক্ষার্থী মেধাবৃত্তি প্রদানের পরিচালনা ও বাছাই কমিটির কর্ম-পরিকল্পনা নির্ধারনী সভায় উপস্থিত ছিলেন বাস্তবয়ন কমিটির সহযোগী কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা
মো. ইউনুচুর রহমান, কার্য সহকারী উচ্চমান সহকরী মো. জকিরুল ইসলাম, নিম্নমান সহকারী মো. লুৎফর রহমান। বাছাই ও ফলাফল প্রকাশ কমিটির প্রধান পরীক্ষক পটুয়খালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রাধেশ্যম দেবনাথ, পটুয়াখলী সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাফর আহম্মেদ, একেএম কলেজের সাবেক অধ্যাপক
মু.মুস্তফিজুর রহমান, সুবিধখালী কলেজের সহকারী অধ্যাপক রেহেনা পারভীন, সহকারী অধ্যাপক উম্মে কুলসুম, পবিপ্রবি’র ডেপুটি রেজিষ্টার ড. আমিনুল ইসলাম টিটু, মুক্তপ্রাঙ্গন মো. জাবিদুল হক খান, স্কাইলার্ক স্কুল এন্ড কলেজের কো- অর্ডিনেটর জুবায়ের মামুন প্রমুখ।