দিনাজপুরের অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ; এখন থেকে কোনভাবেই উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না- স্থানীয় সরকার উপদেষ্টা
আলী আহসান রবি
২৪ ডিসেম্বর ২০২৪
আজ(মঙ্গলবার) সকালে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- দিনাজপুর জেলার কাহারোল উপজেলা পরিষদ কমপ্লেক্সে অসহায় ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা বলেন, বিগত ফ্যাসিবাদের শাসনামলে উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে, এখন থেকে কোনভাবেই উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না।
কাহারোল উপজেলায় শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা শেষে জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। জনগণ চায় প্রকৃত সংস্কার শেষে জাতীয় নির্বাচন। জনগণের ইচ্ছাকে দ্রুত বাস্তবায়ন করতে সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। পরে কাহারোল উপজেলার ঢেপা নদীর উপর প্রস্তাবিত ‘পরমেশপুর ২৮০মিটার ব্রীজ’ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন উপদেষ্ট। ব্রীজটি রামচন্দ্রপুর ও সুন্দরপুর ইউনিয়ন দুইটিকে সংযুক্ত করবে।
মধ্যাহ্ন বিরতি শেষে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রস্তাবিত ‘১নং আলোকঝাড়ী ইউনিয়নের মরিয়মবাজার হতে পূর্ব বাসুলী রাস্তায় ১৭৫.০০ মিটার চেইনেজে ৫০.০০ মিটার দীর্ঘ ব্রীজ’ এলাকা পরিদর্শন করেন উপদেষ্টা।
খানসামা উপজেলায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় বক্তব্যকালে- উপজেলায় লাইব্রেরী তৈরিতে ৫০ লক্ষ টাকা এবং উপজেলার উন্নয়ন কার্যক্রমের জন্য আরো ৫০ লক্ষ টাকাসহ মোট ১ কোটি টাকা জেলা পরিষদ থেকে বিশেষ বরাদ্দের ঘোষণা করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
পরবর্তীতে উপজেলার পাকের হাট গ্রোয়ার্স মাঠ প্রাঙ্গণে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে উপদেষ্টা বলেন, বৈষম্য দূর করতে ও স্থানীয় উন্নয়নের জন্য উত্তরবঙ্গে বরাদ্দ বৃদ্ধি করা হবে। এছাড়াও বাংলার মাটিতে ফ্যাসিবাদীদের বিচার করা হবে বলে জানান তিনি। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা এবং সর্বদা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন ও সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান উপদেষ্টা।