দেবহাটা প্রেসক্লাবের ঐক্য প্রতিষ্ঠার সকল সাংবাদিকরা এক কাতারে
আব্দুল্লাহ আল মামুন দেবহাটা প্রতিনিধিঃ দলমত, ভেদাভেদ ভুলে দেবহাটা প্রেসক্লাবের ঐক্য প্রতিষ্ঠায় উপজেলার সকল সাংবাদিকরা আজ এক কাতারে হয়েছে।দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক প্রফেসর আবু তালেব, কাদের মহিউদ্দিন ও প্রফেসর ইয়াসিন আলীর মাধ্যমে দেবহাটা উপজেলার প্রকৃত সাংবাদিকরা প্রেসক্লাবের ঐক্য প্রতিষ্ঠার জন্য এক কাতারে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। সোমবার সকাল ১১টায় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্ব ও দেবহাটা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপির সঞ্চালনায় দেবহাটা উপজেলার সকল সাংবাদিকদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাংবাদিক আব্দুর রব লিটু, আবু হুরাইরা, সুমন পারভেজ বাবু, আব্দুস সালাম, মিজানুর রহমান, ফরহাদ হোসেন সবুজ, এম.এ মামুন, বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, রুহুল আমিন, এস.কে অভি, এসএম নাসির উদ্দীন, দিপঙ্কর বিশ্বাস, সজল ইসলাম, রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আবির হোসেন লিয়ন, শহিদুল ইসলাম, হিরন মন্ডল, মামুন, আবুবক্কার সিদ্দিক, আখতার হোসেন ডাবলু, উওম কুমার, কবিরুল আহছান ডালিম, রেজাউল করিম বাপ্পা, রেজাউল ইসলাম, রিয়াজুল ইসলাম আলম প্রমুখ।আলোচনা সভায় প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রেসক্লাবের সংবিধান অনুযায়ী বিভিন্ন দিকনির্দেশনা বিষয়গুলো পর্যবেক্ষণ করার জন্য সর্বসম্মতিক্রমে ৬ সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষণ কমিটি করা হয়েছে। সম্মানিত সদস্যবৃন্দ হলেন, দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক প্রফেসর আবু তালেব, কাদের মহিউদ্দিন প্রফেসর ইয়াসিন আলী, অধ্যাপক রাজু আহমেদ, প্রফেসর সুজন ঘোষ, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান।