
সাইফুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুস্থদের মাঝে ঔষধ বিতরণ করেন।
বুধবার (১৮জানুয়ারি) বিকেল ৩টায় পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।বিজিবি কুষ্টিয়ার মিরপুর সেক্টরের ৪৭ ব্যাটালিয়ন উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গরীব দুস্থদের মাঝে ঔষধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
বিতরণকালে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মেজর উম্মে হানি,বিশেষজ্ঞ চিকিৎসক (বর্ডার গার্ড হাসপাতাল চুয়াডাঙ্গা) বলেন,বিজিবি অসহায় মানুষের পাশে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে থাকে, যা অতীতেও ছিল এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষায় আপদকালীন সময়ে বিজিবিকে তথ্য দিয়ে ও পাশে থেকে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তিনি।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শতাধিক গরীব ও অস্বচ্ছল রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন এবং ২০০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ঔষধ বিতরণ করেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৭ বিজিবি, সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান এবং ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার মেজর উম্মে হানি, মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার আমজাদ হোসেন, নায়েক সুবেদার মোঃ হাফিজুর রহমান ক্যাম ইনচার্জ ঠোটার পাড়া।








