হাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাখীমারা গ্রামের সমীর ভক্তের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী আনিচুর শিকদারের পরিবার ও এলাকাবাসী।
৫ ফেব্রুয়ারী (রবিবার) বিকেল ৫ টায় থানার পাখীমারা বাজারে এ ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী সুজ্জল শিকদার বল্লাহাটি গ্রামের আকবার আলী শিকদারের ছেলে।মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, ২০২২ সালে অক্টোবর মাসের ১২ তারিখে পাখীমারা গ্রামের
কৃষ্ণ প্রসাদ বিশ্বাসের ছেলে সাবেক চেয়ারম্যান নির্মল বিশ্বাসের নিকট থেকে তার নিজ নামে রেকর্ডিও ২ শতক জমি দোকান ঘরসহ এফিডেভিটের খরিদ করেন। কিন্তু অভিযুক্ত মৃত সদানন্দ ভক্তের ছেলে সমীর ভক্ত কোন
কাগজপত্র ছাড়াই জোর পূর্বক সেখানে ব্যবসা করে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার থানা প্রশাসন ও স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিস বৈঠক হলে সমীর ভক্ত কোন কাগজ দেখাতে পারেন নাই বলে জানান ভুক্তভোগী ও এলাকাবাসী।
এ ঘটনায় শুষ্ঠ বিচার দাবি করে বক্তব্য রাখেন, ভুক্তভোগী আনিচুর শিকদারের ভাই সুজ্জল শিকদার ও পিতা আকবার শিকদার, জমি দাতা সাবেক চেয়ারম্যান নড়াগাতি থানা আওয়ামীলীগের সদস্য নির্মল বিশ্বাস, উকিল মোল্যা, বিল্লাল শিকদার, ফকু মোল্যা ও নিতাই মোন্ডলসহ আরো অনেকে।