নরসিংদীতে মুক্তিযোদ্ধা পল্লীর রাস্তা খুলে দেয়ার দাবীতে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিলসুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে মুক্তিযোদ্ধা পল্লীর রাস্তা খুলে দেয়ার দাবী ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যে মামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল করা হয়। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা পল্লীর রাস্তা খুলে দেয়ার দাবী জানানো হয়। মানববন্ধনে নারী-পুরিুষ সহ শত শত মানুষ অংশ নেয়। আজ রোববার সকাল ১১টার দিকে মেহেরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পাঁচদোনা মুক্তিযোদ্ধা পল্লীতে প্রায় যোদ্ধাহত মুক্তিযোদ্ধ সহ একাধিক মুক্তিযোদ্ধা পরিবার বসবাস করেন। সম্প্রতি রাসেল মাহমুদ নামে এক সন্ত্রাসী মুক্তিযোদ্ধা পল্লীতে যাতায়তের রাস্তাটি বন্ধ করে দেয়। ফলে মুক্তিযোদ্ধাদের বাড়িতে যাওয়া আসার রাস্তা বন্ধ হয়ে যায়। এরই প্রেক্ষিতে মুক্তিযোদ্ধারা ইউপি চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত’র দারস্থ হয়। পরে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা পল্লীর রাস্তা খুলে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান সহ একাধিক ব্যাক্তির নামে আদালতে মামলা দায়ের করেন। একই সাথে মুক্তিযোদ্ধা পল্লীর রাস্তাটি পুনরায় বন্ধ করে দেয়া হয়।বক্তারা আরো বলেন,অভিলম্বে মুক্তিযোদ্ধা পল্লীর রাস্তা খুলে দেয়া সহ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম মিয়া,ইউপি সদস্য দানিছুর রহমান দানা,ইউপি সদস্য সুজিত মেম্বার , ইউপি সদস্য নিতিশ চন্দ্র বনিক, ইউপি সদস্য আতাউর প্রধান, ইউপি সদস্য তাহের আলী আওয়ামীলীগ নেতা সাইদ হাসান কাজল,যুলীগ নেতা কামাল হোসেন ফিরুজ মিয়া ও গিয়াস উদ্দিন প্রমূখ।