নরসিংদীতে রাতের আধারে পূর্ব শত্রুতার জেরধরে পিক-আপ ভ্যানে আগুন
সুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী সদরের মাধবদী পৌর এলাকার আলগী মনোহরপুর গ্রামে গভীর রাতে পিক-আপ ভ্যান আগুন দিয়ে পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে।
মাধবদী থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, পূর্ব শত্রুতার জের ধরে ১৫ জুলাই শনিবার ভোরে আনুমানিক সাড়ে তিনটায় মোঃ আল আমিন এর বাড়ির পাশে রাস্তায় থাকা নিটল টাটা কোম্পানি লিঃ পিক-আপ গাড়ি ঢাকা মেট্রো ন ২০-৫৭৮৮, কিস্তিতে ক্রয়কৃত গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। স্থানীয় লোকজন আগুনের লেলিহান শিখা দেখে গাড়ির মালিক আল আমিন কে সংবাদ দিলে সে এসে উপস্থিত লোকজনের সহযোগিতায় পাশের টেক্সটাইল মিল থেকে ফায়ার এক্সটেনশন এনে আগুন নেভাতে সক্ষম হয়, ততক্ষণে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। এতে গাড়ির মালিকের কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। অভিযোগে আরো উল্লেখ করা হয় গত ৭মে ২৩ তারিখ ভোর ৬টায় আল আমিন এর ভাড়ায় চালিত নসিমন চুরি করিয়া নিয়ে যায়। সে বিষয়ে মামলা ও স্থানীয় পত্রিকায় নিউজ হলে ইব্রাহিম মিয়া(২৪) পিতা মৃত নাছির মিয়া, শামিম (২৪) পিতা ইব্রাহিম, ইয়ামিন মিয়া(২২) পিতা ইব্রাহিম, মোঃ সুহেল মিয়া(২৮) পিতা নাছির উদ্দিন উভয়ে আরো ক্ষিপ্ত হয়। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বললে তারা জানায়, উল্লেখিত অভিযুক্ত ব্যক্তিরা নসিমন চুরির ঘটনায় গ্রাম শালিসে তাদের জরিমানা করায় তারা প্রকাশ্যে হুমকিদেয় টাকা যত লাগবে লাগুক আল আমিনের ক্ষতি করে ছাড়ব। গাড়ি পুড়ানোর বিষয়টি মাধবদী থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।