নরসিংদীতে ১০দিন ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষনের উদ্বোধন
সুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর নুরালাপুর ইউনিয়নে সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০দিন ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি(পুরুষ ও মহিলা) ১ম ধাপ মৌলিক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার নুরালাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা কমান্ড্যান্ট মোঃ জাহিদুল ইসলাম।নরসিংদী সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মোঃ আক্তার হোসেন, সদর উপজেলা বাংলাদেশ আনসার ও ভিডিপি প্রশিক্ষক লুৎফুন নাহার লতিফা, প্রশিক্ষক সঞ্জয় দাস, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক মাধবদী শাখার ব্যবস্থাপক মোঃ মোখলেছুর রহমান, নুরালাপুর ইউনিয়ন দলনেত্রী নিপা আক্তার, মাধবদী পৌরসভা ৪নং ওয়ার্ড দলনেতা সুমন পাল সহ অন্যান্য ভিডিপি সদস্য বৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিভিন্ন দেশে সামরিক বাহিনীর প্রশিক্ষণ সকলের জন্য বাধ্যতামূলক থাকলেও আমাদের দেশে তা নেই। সামরিক বাহিনীর প্রশিক্ষণ জানা থাকলে যেকোন পরিস্থিতিতে নিজের ও পরিবারের সহ দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায়। আমাদের সকলের সামরিক বাহিনীর প্রশিক্ষণ জানা থাকা প্রয়োজন। ১০দিন ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষনের মাধ্যমে আপনারা এ বাহিনী সম্পর্কে ও বাহিনীর সাথে সম্পর্কীত বিষয় গুলো সম্পর্কে জানতে পারবেন এবং দেশের স্বার্থে নিজেকে নিয়োজিত করতে পারবেন।