সরিষাবাড়ী-জামালপুর প্রতিনিধি :
সাবেক কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল হান্নান জীবিত উদ্ধার ও অপহরন কারীদের বিচারের দাবিতে মানব বন্ধন অনুষ্টিত হয়েছে। রোববার ( ৮ নভেম্বর) সকালে জামালপুরের সরিষাবাড়ী বাসষ্ট্যান্ড এলাকা প্রধান সড়কে নিখোঁজের পরিবার ও উপজেলাবাসি এ মানব বন্ধন করেছেন।
জানা যায়, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামের মৃত আব্দুল লতিফের বড় ছেলে আব্দুল হান্নান। তিনি সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি ও তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ ছিলেন।
তেজগাঁও কলেজের উপাধ্যক্ষের দায়িত্বে থাকা কালে ২০১৫ সালে ৭ ডিসেম্বর নিখোঁজ হন। ঢাকার ৮১ নং ইন্দ্রিরা রোড়ের কলেজ ছাত্রাবাস সংলগ্ন বাসা থেকে ওইদিন সকাল ৮টায় বের হয়ে আর ফিরে আসেনি। পরে নিখোঁজের স্ত্রী একই কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক আফরোজা সুলতানা বিউটি ২০১৫ সালের ৮ ডিসেম্বর শেরে বাংলানগর থানায় একটি সাধারন ডায়েরী করেন। জিডি নং-৫৫২।
মানবন্ধনে নিখোঁজের মা মোছাঃ আছমা বেওয়া অশ্রুসিক্ত চোখে বলেন, আমার ছেলে সাত বছর যাবৎ কোথায় আছে আমি কিছুই জানিনা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার বিনীত অনুরোধ আমার নিখোঁজ ছেলেকে খুজে বের করে আমার বুকে ফিরিয়ে দিন।
এ সময় আরো বক্তব্য রাখেন, নিখোজের ভাই অধ্যক্ষ শহিদুল্লাহ, এ্যাডভোকেট আহসানউল্লাহ বোন ফাতেমা বেগম, লাইলী বেগম, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল প্রমুখ।