নীলফামারীতে চার অনলাইন জুয়ারী গ্রেফতার, বৈদেশিক জাল মুদ্রা উদ্ধার
সাদিকুল ইসলাম নীলফামারী:
নীলফামারীতে চার অনলাইন জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে থাইল্যান্ডের জাল ৬২হাজার টাকার মুদ্রা উদ্ধার করা হয়।
এছাড়াও ল্যাপটপ, মোবাইল ফোন ছাড়াও থাইল্যান্ডের ভাষায় লিখা কার্ড ও ব্যানার জব্দ করা হয়। গতকাল রাতে চাপড়া সরমজানী ইউনিয়নের পুর্ব চাপড়া ডারারপাড় এলাকার শাকিল ইসলামের বাড়িতে এই অভিযান চালানো হয়।
গ্রেফতার জুয়ারীরা হলেন জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার সাদিকুল ইসলামের ছেলে শাকিল ও গুলজার, আফজাল হোসেনের ছেলে আলেফ হোসেন এবং মন্টু মামুদের ছেলে আলম ইসলাম। এ ঘটনায় বিদেশি জাল মুদ্রা রাখার অপরাধে থানায় একটি মামলা করা হয়।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, গ্রেফতার জুয়ারীরা যে ঘরে জুয়া খেলতো ওই ঘরটি থাইল্যান্ডের ভাষায় বিভিন্ন লিখা ব্যানার, বোর্ড দিয়ে সাজিয়ে রেখেছিলো, যাতে দেখে সবাই থাইল্যান্ডই মনে করে।
আরো কারা এই জুয়ায় সম্পৃক্ত রয়েছে আমরা তাদের খুঁজতে কাজ শুরু করেছি। তিনি বলেন, আজ বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।