জাহাঙ্গীর আলম ,নেত্রকোণা প্রতিনিধিঃ
তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, দমন নিপীড়ন, সংসদ বাতিল ও নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবীতে পদযাত্রা কর্মসূচী পন্ড করে দিয়েছে সরকার দলীয় নেতাকর্মীরা। আজ সকাল ৮টায় কেন্দ্র নির্ধারিত এই কর্মসূচীতে অংশ নিতে জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হকের বাসার সামনে বিএনপির নেতাকর্মীরা সমাবেত হতে থাকলে ।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান রনির নেতৃত্বে আওয়ামীলীগ নেতা-কর্মীরা তাদের ধাওয়া করে। ধাওয়ায় বিএনপি সমর্থিত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় জেলা কারাগার সংলগ্ন অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী তোফাজ্জল হোসেনের বাসা ও উপজেলা পরিষদের সামনে একটি মাইক্রোবাস, যুবদল নেতা আজহারুল ইসলামের বাসায় মোটরসাইকেল ভাংচুর এবং পদযাত্রা কর্মসূচীতে নিয়ে আসা ব্যানার-ফেস্টুন পুড়িয়ে দেয়া হয়।