নৌকায় উঠেছে বাঁশখালীর আলেম ওলমা
মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে নৌকা মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি সমর্থনে বাঁশখালীতে ওলমা লীগের মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।(২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা ওলমা লীগের সভাপতি মৌঃ আক্তার হোসেনের সভাপতিত্বে মিছিলটি বাঁশখালী আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের গেইট থেকে পুনরায় আওয়ামী লীগের কার্যালয়ে এসে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।এসময় আরও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, পৌরসভা মেয়ের এডভোকেট তৌফাইল বিন হোসাইন,
চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীসহ বাঁশখালী উপজেলার সকল ইউনিয়ন ওলমা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।