পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় লাইসেন্স ব্যতীত ঔষধ বিক্রয়ের দায়ে এক ব্যবসায়ীর কারাদন্ড ও প্রতারণার দায়ে এক ব্যক্তির অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মো আহসান হাবিব ,তেতুলিয়া পঞ্চগড়:
তেঁতুলিয়ায় চৌরাস্তা বাজারে ড্রাগ লাইসেন্স ব্যতীত নির্দিষ্ট কিছু ঔষধ বিক্রয়, মজুদ ও প্রদর্শন করার দায়ে শিনবাদ (২৫) নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদন্ড এবং পণ্যের মোড়ক, ইত্যাদি ব্যবহার, সেবার মূল্যের তালিকা সংরক্ষণ ও
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা মোবাইল কোর্ট পরিচালনাকালে ড্রাগ লাইসেন্স ব্যতীত নির্দিষ্ট কিছু ঔষধ বিক্রয়,
মজুদ ও প্রদর্শন করার দায়ে আটককৃত শিনবাদকে ঔধুষ আইন,১৯৪০ মোতাবেক ৭ দিনের কারাদন্ড এবং মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিতসহ একাধিক অভিযোগে আটককৃত আবুল হাশেম ঘটনাস্থলে উপস্থিত সকলের সম্মুখে অপরাধ স্বীকার করায় ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত শিনবাদ তেঁতুলিয়া ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের আব্দুল গফুরের পুত্র এবং আব্দুল হাশেম যশোর জেলা সদরের তপস্বীডাঙ্গা গ্রামের আয়েন উদ্দীনের পুত্র।
এ সময় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুদ রানা, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী ও তেঁতুলিয়া মডেল থানার এসআই আমানউল্লাহ উপস্থিত ছিলেন।