পঞ্চগড়ে নানা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন
আহসান হাবিব পঞ্চগড়
পঞ্চগড়ের আটোয়ারীতে নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জুন) দুপুরে আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া রাধাবল্লভ জিঁউ মন্দির থেকে আটোয়ারী উপজেলা রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে প্রায় ২০ হাজার সনাতন ধর্মাবলম্বীদের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য রথযাত্রা বের করা হয়। এসময় নানা বয়সি সনাতন ধর্মাবলম্বী ভক্তরা নানা বাদ্যযন্ত্রের তালে নেচে গেয়ে রশি টেনে প্রায় ২০ কি.মি. পথ পারি দেওয়ার পর আটোয়ারী উপজেলার নিতুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে যাত্রার শেষ হয়।
পরে নিতুপাড়া বিদ্যালয় মাঠে রথযাত্রা উপলক্ষেড়ড়ততত এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রথযাত্রা উৎসব ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম।
বীমল চন্দ্র রায়ের সভাপতিত্বে রথযাত্রা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি মনোজ কুমার রায় হিরু,রথযাত্রা কমিটির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতির অসামপ্রদায়ীক বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখহাসিনা সরকারের হাতকে শক্তিশারী রাখার প্রত্যয় ব্যাক্ত করেন। এসময় আটোয়ারী উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলামকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্যদের মনোয়ন দেয়ার জন্য সরকারের নিকট দাবী জানান।