পটুয়াখালীতে চতুর্থ শিল্প বিপ্লব ও স্মার্ট বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কুয়াকাটায় ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার এর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক হাসিনা আকতার। বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও কুয়াকাটা
টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, বরগুনা জেলা তথ্য অফিসার মোঃ সেলিম মাহমুদ, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন প্রমুখ। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা তথ্য অফিসার অনিমেষ চন্দ্র হাওলাদার।সেমিনারে চতুর্থ শিল্প বিপ্লব ও স্মার্ট বাংলাদেশ বিষয়ে রুপরেখা তুলে ধরেন হবিগঞ্জ জেলা তথ্য অফিসার তপন চন্দ্র ব্যাপারী।

সেমিনারে চতুর্থ শিল্প বিপ্লব ও স্মার্ট বাংলাদেশের নানাদিক তুলে ধরা হয়।
সেমিনারে কুয়াকাটা পৌর সভার কাউন্সিলর ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।








