সামাদ হাওলাদার, লৌহজং, মুন্সিগঞ্জ
আজ সকাল ১০ ঘটিকায় হইতে ১ঃ ৩০ মিনিট পর্যন্ত মৎস্য অভিযা, অভিযান চালায় মোঃ জিল্লুর রহমান ঢাকা বিভাগীয় মৎস্য অফিসার,লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফরিদুল ইসলাম,উপজেলা, মুন্সিগঞ্জ জেলা মৎস কর্মকর্তা মোঃ শামসুল করিম এবং কোস্টগার্ড পদ্মা নদীতে অভিযান চালায় দেরলাক্ষ মিটার বিভিন্ন উপজাতি জাল জব্দ করে এবং ১৫ কেজি ঝাটকা মাছ সাথে জব্দ করে, মৎস্য অফিসার বলেন আমরা প্রায় সময় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির জাল জব্দ করি এবং আগুনে পুরে ফেলি মৎস অফিসার আরো বলেন আজ লৌহজং উপজেলা বেজগাঁও ইউনিয়নের ৩৬ গ্রামে ঝাটকা মাছের দুই ব্যক্তিকে দেখা যায় খবর পেয়ে আমরা তাৎক্ষণিক আটক করার চেষ্টা করি কিন্তু তারা মাছ ফেলে পালিয়ে যায় তখন ১৫ কেজি ঝাটকা মাছ জব্দ করে এবং উপজেলার মৎস্য অফিসার না থাকায় উপজেলার,সম্প্রসারণ কর্মকর্তা নাজমিন নুর এবং রিফাত হাসানের হাতে ১৫ কেজি ঝাটকা তুলে দিয়ে আসেন