পর্নোগ্রাফী মামলায় আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেতা শাহাদাত কাজী গ্রেফতার
এইচ,এম,পান্না,বরিশাল জেলা প্রতিনিধি:
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় পর্নোগ্রাফী মামলায় রাজিহার ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহাদাত কাজীকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার হোসেন মামলার বরাদ দিয়ে জানান গৌরনদী উপজেলার বার্থী গ্রামে বিয়ে দেয়া মেয়ে (১৯) কয়েকদিন আগে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামে পিতার বাড়িতে বেড়াতে আসে। সোমবার(৩ জুলাই) দুপুরে ওই গৃহবধু বাড়ির পুকুরে গোসল করতে যায়। এসময় একই বাড়ির কাজী আজাদের ছেলে গৃহবধুর চাচাতো ভাই কাজী বিফোর গোপনে ওই গৃহবধুর গোসল করা ও কাপড়চোপর পাল্টানোর নগ্ন ভিডিও দৃশ্য তার নিজের ফোনে ধারন করেন। সোমবার রাতেই বখাটে কাজী বিফোর গোসলের ভিডিও ওই গৃহবধুর ম্যাসেঞ্জারে পাঠিয়ে তাকে রাতে কাজী বিফোরের সাথে দেখা করতে বলেন। গৃহবধু কাজী বিফোরের কথায় রাজি না হলে তাকে দুই লক্ষ টাকা দিতে হবে বলে জানান কাজী বিফোর। দাবীকৃত টাকা না দিলে তার অশ্লীল ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন কাজী বিফোর। বিষয়টি ওই গৃহবধু তার স্বামী ও পিতার পরিবারের লোকজনের কাছে খুলে বলেন। গৃহবধুর পরিবারের লোকজন রাজিহার ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কাজী শাহাদাত ও স্থানীয় কাজী তুষারের কাছে জানালে তারা কাজী বিফোরের ধারন করা ভিডিওটি গোপন করার চেষ্টা করেন। স্থানীয়ভাবে বিচার না পেয়ে ভুক্তভোগী ওই গৃহবধু বাদী হয়ে থানায় পর্নোগ্রাফি আইনে তিনজনের নামে মামলা দায়ের করেন। ওই মামলার ২নং আসামী আওয়ামীলীগ নেতা কাজী শাহাদাতকে নিজ এলাকা থেকে রোববার রাতে এসআই আলী হোসেন গ্রেফতার করেন। ১০ জুলাই সোমবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এর পূর্বে প্রধান আসামী কাজী বিফোরকে গ্রেফতার করা হয়েছিল। ভুক্তভোগী ওই গৃহবধু সাংবাদিক দের জানান ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহাদাত কাজী আমাকে (ভুক্তভোগী ওই গৃহবধুকে) খারাপ ভাসায় গালিগালাজ করেন ও খারাপ কথা বলে এবং আমি সহ ৩০/৪০ জন লোকের সামনে পরনের লুংগি জাগাই মামলা ও পুলিশ প্রশাসনের ব্যাপারে খারাপ কথা বলে।(ভুক্তভোগী ওই গৃহবধু শাহাদাত কাজীর ব্যাপারে আরো অনেক কথা বলেছেন তা ভিডিও ধারণ করা হয়েছে প্রকাশ করা সম্ভাব না)।