প্রত্যাহারের শেষদিনে ২ প্রার্থীর মনোনয়ন প্রত্যহার
মোহাম্মদ এরশাদ বাঁশখালী, চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪ নং বাহারচড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচন উপলক্ষে আগামী ৯ মার্চ ২০২৪ ইং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে ২ প্রার্থী স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করেছে।
২২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে উপজেলা নির্বাচন অফিসে বাহারচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আলী চৌধুরী টিপু এবং মোহাম্মদ ওসমানসহ ২ জন স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহারপত্র জমাদান পূর্বক মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে।
জানা যায়, বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম মৃত্যু বরণ করায় আসনটি শূন্য হয়। এতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই প্রেক্ষিতে ১১ প্রার্থী মনোনয়ন জমা দেন, এতে গত ১৫ ফেব্রুয়ারী যাচাই-বাছাইকালে জয়নাল আবেদীন ঝন্টুর বিরুদ্ধে মামলার সাজার আদেশ বহাল থাকায় এবং তৌহিদুল ইসলাম সিকদার নামে এক প্রার্থীর মনোয়নে তথ্য গোপন করাসহ নানা অনিয়ম ধরা পড়ায় ওই দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
অদ্য ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার, মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে মোস্তাক আলী চৌধুরী টিপু এবং মোহাম্মদ ওসমানসহ দুই প্রার্থী সেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করেছে বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা জানান, দুই জন প্রার্থী স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। ইতিপূর্বে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তাদের মধ্যে জয়নাল আবেদীন ঝন্টু আপিল করেছিল, তার আপিলটিও খারিজ করে দিয়েছে আদালত। বর্তমানে ৭ জন প্রার্থী রয়েছে।